ওহে নেশাতুর মানব সমাজ
ভালোই যে করেছো আজ
প্রকৃতির টুঁটি চিপে দিয়ে
ঘর বেঁধেছ দূষণকে নিয়ে l
তোমাদের যে একটাই কাজ
উন্নতির ঘোড়ে খুইছো সব লাজ
কেটে অরণ্য নেই যে আফসোস
বলো মানুষ কেন হলে নৃশংস রাক্ষস?
গিলেছ কত শত কীট, পাখি ও প্রাণী
তবু যে ভরেনা উদর হে মহান সর্বজ্ঞানী
ধোঁয়ার যে বিষ তৈরী করেছ কংক্রিটের কারাগারে
কারখানা গড়ে করেছো ছারখার উন্নতি বলো তারে?
তোমার ঐ ভরা উদর তবু যে কেনো ভরেনা
প্রকৃতি নিয়ে ছেলেখেলা করে আশ তবু মেটেনা
সবুজ প্রকৃতি ছিল যে বড় ভালো আজ কেন লাগে বড় ফেকাসে
ভাবে দেখো মানুষ এখনো আছে সময় গাছ লাগাও ভালোবেসে l