একটি বীজ একদিন যবে পড়বে এ মাটিতে
একটি মূল গভীরে ব্যাকুল নব জীবন রাখতে
একটি পর্ব আকাশ পানে প্রথম প্রাণের আশা
একটি কিশলয় দেবে পরিচয় নবের প্রত্যাশা l
একটি মেঘ করাবে গোসল টাপুর-টুপুর জলে
একটি সূর্য পাতায় ছোঁবে আলোয় ঝলমলে
একটি হাওয়া গানের সুরে দুলায় তারে কোলে
একটি জীবন মাটির কোলে হাসবে দুলে দুলে l
একটি ফুল হবে ব্যাকুল গাইবে যৌবনের গান
একটি অলি করবে কেলি শুধু মধুর সন্ধান
একটি পরাগ করবে সেদিন নব প্রজন্মের আহ্বান
একটি বীজ গাইবে যেদিন নব জীবনের গান l
একটি বছর পেরিয়ে তবে যৌবনে পা রাখবে যবে
একটি বৃক্ষ চিতিয়ে বক্ষ উচ্চ শিরে রবে
একটি কুঞ্জ আশার পুঞ্জ পুনঃ জনম হবে
একটি নীরদ গরজে সরব বরষায় হর্ষাবে l
একটি বিহঙ্গ রবে যবে তরুশাখে আনমনা
একটি বিহঙ্গিনী বসবে ডালে হবে নব চেনা
একটি বাসা বাঁধবে তবে তারা ভালোবাসার
একটি বৃক্ষ অনেক প্রাণের আশা রবে বাঁচার
একটি মানব ভাবে সে প্রকৃতির শ্রেষ্ঠ জীব !
একটি নজর তারা গড়বে শহর সদাই উদগ্রীব
একটি কুঠার নেবে জন্ম তরু শাখা যাবে কাটি
একটি মন্ত্রে নতুন যন্ত্রে উপড়ে ফেলবে মাটি l
একটি দিন আসবে তারা আসবে দলে দলে
একটি সুর ধরবে তবে হেইশা হেইশা বলে
একটি-র পর একটি কোপে তুলে নেবে ছাল
একটি আর্তনাদ চাপা পড়ে রবে অবলা তরু ডাল l
একটি হত্যা নেবে সত্তা মানব কানুন অন্ধ
একটি অরণ্য বৃক্ষের স্বপ্ন মানুষ করেছে বন্ধ
একটি গাছ একটি প্রাণ মানুষ নাকি বলে
একটি বিধিও হয়নি পালন শুধু টাকার ছলে l
একটি গাছ একটি নয় হাজার হাজার প্রাণ
একটি হত্যা এমন চললে নাই পরিত্রান
একটি সময় শেষ সময় যেন মানুষের হয় চেতনা
একটি জীব শ্রেষ্ঠ মানব করুক সবের বিবেচনা l
একটি পৃথিবী সবুজে সবুজ আবার যবে হবে
একটি কাঠঠোকরা আর কাঠবেড়ালিটা আবার আশ্রয় পাবে
একটি বাসা গড়বে মানব শুধু একার নয়
একটি ধরণী সুখের জননী সবারই যেন হয় l