আজকে গেছিলাম কাজে
তখন সন্ধে সাড়ে ছটা বাজে
অন্যান্যরাও কাজে ছিল মত্ত
হঠাৎ সব ছুটল কোথাও
যেন সব উন্মত্ত
শুনলাম কেউ দেখেছে
ফনাওয়ালা বিষধর কেউটে
আমিও যাব বলে তৎপর
কিন্তু কাজের চাপে
তাই পারলামনা যেতে
মন কেন যেন আনচান
যেতে হবেই ওখানে
কাজ শেষে উঠতেই যাব
একজন ফিরে এসে বলল
আর যেতে হবেনা দাদা
সব যে ফিনিশ
ওরা নাকি এই পাঁচ মিনিটে
খুঁচিয়ে খুঁচিয়ে মেরে ফেলেছে তাকে!
শুনে তীব্র বীতৃষ্নায় ভরে গেল মন
একটা নিরীহ অবলা জীবটাকে
একবারও মন কাঁপলনা মারতে?
মানুষ বলে এতই তোদের গর্ব
তোদের গ্রাসে ধরণী
কম্পিত শেষের চিন্তায়
যে প্রানী নিধন যজ্ঞে
তোরা মেতেছিল আজ
তারাই একদিন দেবে ভেঙে
তোদের এই ঠুনকো সমাজ।
ভেবেছিস কীট থেকে পশু
সব চলবে তোর ইশারায়
ভাঙা গড়া করবি সব
তোর তৈরী এই কারখানায়
মানুষের মুখোশে যে কেউটেরা
বীষাক্ত করছে এ বাতাস
কোন কেউটে মরলে
মরবে সে বীষ?
নিজেরই হাতে যে লিখে চলেছে
এরা
নিজেদের সর্বনাশ।
'দ'