ঘরের কোনের ঘুলঘুলিটার দিকে তাকাতে
ওদের কথা মনে পরে গেল আবার
এখনো খড়কুটো গুলো আছে ওতে
ওদের জমা করা ভগ্নাবশেষ বাসার
আনমনে কি তবে ভুলতে বসেছিলাম ওদের
এত চাকচিক্য আর টেকনোলজিতে মজে
রাত্রির তারাদের দিকে তাকাতেও মানুষ ভুলে গেছে
সময় কম পৌঁছতে হবে যে সবারই আগে
ওঁরা ছিল আমার প্রিয় ছোট ছোট চড়াই
ভুলিনি এখনো শুধু দেখিনা ওদের এখন
তাই ভাবি আশঙ্কায় ভুলে যেনো না যাই ওদের
মানুষের আগ্রাসনে কত প্রাণী হারিয়ে যাচ্ছে যেমন
মানুষ ওদের বিলুপ্ত করে মনে রাখে
বিলুপ্ত করে তাঁরা সংরক্ষণও করে
বলে দাও মানুষ তোমরা চাওটা কি
জবাবটা কি জানে মানুষ হয়তো জানেনা কি
শুধু বলি বারবার চড়াই আর যাসনে ওরে
তোর বন্ধুদের ছেড়ে l