বহুদিন পর তোমার সাথে দেখা
মরুর বুকে মেঘের ছায়ারেখা
বুকের মাঝে চলছে ধুলি ঝড়
হৃদয়ে আঁকা স্থায়ী গভীর আঁচড়।
ওগো মেঘ আর যাসনে উড়ে
অন্য কোন সমুদ্র 'পড়ে
মরুর ক্রন্দন অলক্ষে একা
কঠিন সে বুকের শুকনো অশ্রুরেখা
একাকী সে, নয় সে ভীত
মনের আবেগ বেদনায় সমাহিত
হেথা নেই ফুল নেই যেথা রেনু
আজ কর সিক্ত তার রিক্ত তনু।
সবুজে সবুজে আজ হও বন্য
বিন্দু বিন্দু জলে আজ কর ধন্য
ক্রন্দনে ভাঙুক বাঁধ ভাসুক বক্ষ মাঝ
ফুলে ফুলে উঠুক ভরে তার চারিপাশ।
'দ'