এই অসীম আকাশে
চাঁদ এসেছিলে তুমি চুপিচুপি
অসংখ্য তারার মাঝে
এই বুকে তখন ভরাডুবি
জোৎস্নায় প্লাবিত চারিদিক
তোমার যাদুতে ছিল সম্মোহিত
মেঘের আড়ালে মেঘনাদ পাশে
মনোমাঝে  দিলে গভীর ক্ষত।

আজো

নিঝুম রাতের বুকে শুনি
শিশিরের শব্দ টুপটুপ
দিগন্তব্যাপী  আলোর মোহে
ঢেউরা আজো নয় নিশ্চুপ
তোমার বাসনায় এই দুই
আঁখি জেগে আজও অপলক
তোমার বিরহে একাকী মন
আজো তাই স্মৃতির বাহক।