চারিদিকে শুধু মৃতদেহের ঢালাও স্তুপ
চারিদিকে হাহাকার গুলো চারদেয়ালে বন্দী l

কিছু মাটিচাপা শুয়ে আছে ওরা চিরনিদ্রায়
কিছু নাম পরিচয়হীন লাওয়ারিশ লাশের
নাম নেই খাতায় l

শুধু সংখ্যার পর সংখ্যা যোগ বিয়োগ
অঙ্ক করে ভুল
শুধু সংখ্যার পরিসংখ্যান ওদের এখন পরিচয়,  
নেই কোনো কুল l

ওদের পরিজনেরা চোখের জলে ঘরের মধ্যে বন্ধী
ওদের ধনী গরীবের অহং মুছে গেছে খুব জলদি l

মানুষের আস্ফালনে মানুষই খেসারত আজ দিচ্ছে
মানুষের হিসাব, প্রকৃতি নিচ্ছে সুদে আসলে  বুঝে l

এক তুড়িতে চোখে দেখে সব হলুদ ফুল  
এক তুড়িতে সব শুনশান তাও বোঝেনি ভুল l

সব বুঝেও তায় মানুষ বোঝেনা হায় l