বইয়ের দেশ
বইয়ের মেলা বই মেলা
আজ যে নেই কাজ
কাজের ছুটি হুটোপুটি
মেলায় যাবো আজ।
অনেক স্টল অনেক নাম
মনে বড়োই ধাঁধা
গিল্ডের ম্যাপ সঙ্গে নিলে
পেরিয়ে যাবেন বাধা।
বছর ঘুরে শহর জুড়ে
বই প্রেমিকের ঢল
মাঠ জুড়ে গাইছে সুরে
কত ব্যান্ডের দল।
এদেশ বিদেশ নানা ভাষায়
বইয়ের হরেক নাম
বই কিনি জানার আশায়
পড়ার নেই বিরাম।
কলকাতার বই মেলায়
শ্রীজাত থেকে রবি
নতুন পুরানো একই খাতায়
মিশে একাকার সবই।
জানতে হলে পড়তে হবে
জ্ঞানের নেইকো শেষ
এপার ওপার জুড়ে সবে
গড়ি বইয়ের দেশ।