সব্যসাচী আজ কেন নিস্তরঙ্গ?

গভীর ঘুমে গেছো চলে l

দুহাতে খুব জং পড়েছে

ডুবে গেছো শান্ত জলে l



৪৭এর  সাদা পায়রাটা

উড়েছিল ভালো

আবার খাঁচাতেই

ফিরে হয়েছে বন্দী l



মুখোশগুলো আয়নায় সুখী,

নতুন নতুন পোশাকে খুশি l

রক্তের পুরোনো দাগগুলো

মুছে গেছে সেই কবে নেই মনে কারো l



সিঁধ কাটে চোর নিজের ঘরে

পায়রাটার গলা বাঁধা দেখে চলে

তবু তরঙ্গ জাগেনা শান্ত জলে

সব্যসাচী ফিরবে তুমি কবে ?



একবিন্দু বারুদ দাও

ঢেউ উঠুক শান্ত পুকুরে

মুখোশগুলো জ্বালিয়ে দাও

পায়রাটা উড়ুক আবার

অবাধে খোলা আকাশে l



জাগো সব্যসাচী জাগো আবার l

মুক্ত করো পায়রাটাকে l



++++++++++++++++++++++++++