কবিতা : বাংলা

আমার বাংলা তোমার বাংলা
বাংলা মোদের মা
বাংলার মাটি বড়ো ভালোবাসি
মোদের বাংলা ভাষা।

যখন আমার বুলি ফোটেনি
আর ছিলোনা নাম
মায়ের কোলে পেলাম ভাষা
বাংলা আমার সম্মান।

অন্নপ্রাশনে প্রথম স্বাক্ষর
স্লেট পেন্সিলে শুরু
বর্ণে পেলাম বর্ণপরিচয়
বিদ্যাসাগর শিক্ষা গুরু।

রবির লেখায় সহজ পাঠ
আর নন্দ বাবুর আঁকা
এই বাংলায় যা আছে ভাই
আর কোথাও যে নেই রাখা।

বাংলা মানে কিশলয়
আর বাংলার স্কুলে
গ্রামের মাটির মিঠে গন্ধে
সব দুঃখ যাইযে ভুলে।

বাংলা আমার পরিচয়
বাংলা আমার প্রাণ
বাংলাই হবে ভবিষ্যতে
সারা বিশ্বের সম্মান।

                     "দ"