আবার এসো ফিরে
ভারত মায়ের ক্রোড়ে
বক্ষ চিতিয়ে আবার
করে নিতে বিশ্ব জয়
দমন করেছ শত্রু
শিরে রাজ মুকুট
ক্ষতবিক্ষত যখন তুমি বানে
তখন ভারত ছিল অটুট
তোমার পথে আজ
মোরা চলেছি তাই
মায়ের মুখ হোক উজ্জল
এটাই আমরা চাই
তুমি নেই আজ
তাই কাঁদে এ সমাজ
ভরে দাও এ মায়ের কোল
আবার ফিরে এস তুমি 'অটল'।
"দ"