🔰আগমনী🔰
সাদা মেঘ উড়ে যায় বাংলার ক্যানভাসে
নস্টালজিয়া অক্ষরে বাঁধা পুথির পাতাতে
স্মিত জোছনার লুকোচুরি, কুয়াশার মাঝে
আটপৌরে শহরের নিয়নের আলোতে।।
ধূপের গন্ধে চারিদিক বিহ্বল মাতোয়ারা
এখন হাসবে ফুল তোমার আগমনে
কোমল কণ্ঠে জড়াবে শরতের শুভ্র প্রেমমালা,
নবীন দুর্বার আনকোরা সে মননে ।।
বাংলার হৃদয়ে এখন নবীন প্রেমের স্পর্শ
শোভায় সে মেলে দেবে উজ্জ্বল পাখা
মানব মিলনের এক অনন্য মিলন তীর্থ
শিল্পীর ছোঁয়ায় মায়ের ত্রিনয়ন আঁকা ।।
তোমার পরনে এখন নানান রঙের সাজ,
শহর পেরিয়ে গ্রাম জুড়ে জনজোয়ার সাঁঝে
আকুল বাঙালি মেতে ওঠে আনন্দময় প্রাণে
সকল হৃদয় হারায় মায়ের চরণ যুগল মাঝে।।
বহুযুগের বাণী ছড়িয়ে দেবেন যিনি
তুমি আসবে যখন সেই বিশেষ প্রহরে
বীরেনবাবুর কণ্ঠে মুগ্ধ, মধুর মন্ত্র পাঠ
ছুঁয়ে যাবে ধরণীর উজ্জ্বল স্বর্ণ সায়রে ।।
ঢাকের বক্ষে বাজবে অমোঘ বজ্র ডাক
শঙ্খরা বাজবে মধুর আগমনী সুরে
কাশের বন মাথা দোলাবে মৃদু হওয়ার তালে
শস্য শ্যামলা মেদিনীর কোমল বক্ষ জুড়ে ।।
তখন শ্রেষ্ঠ উৎসব সারা বাংলার ঘরে ঘরে
দীপের জ্যোতি প্রজ্বলিত হবে প্রতি দুয়ারে
আঁধারের ঘুম পেরিয়ে জ্বলবে চন্দ্রমালা
মেঘের ভেলায় ভানু আলোয় দেবে ভরে।।
সারা বাংলার কণ্ঠে তখন সমবেত অঞ্জলী
দিগন্ত সীমা দিয়ে বেয়ে যাবে ভেলা
সুনীল আকাশে চাঁদনী সুরে সুরে ভাসে
পূজার যজ্ঞে , নব আবেগে কেটে যাবে বেলা।।
বাঙালির উৎসবে মেতে উঠুক ব্রহ্ম
কৃষ্ণের মুরলি বাঁধুক এক অনন্য ঐকতান
নটরাজ নাচুক বিশ্ব ব্রহ্মান্ড জুড়ে
জগৎময় ছড়িয়ে পড়ুক এই বাংলার নাম।
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰
শারদীয়া