দেখেছি সূর্যের হাসি
তোমার এলো চুলে ।
দেখেছি শরতের আগমন
তোমার খোপার ফুলে ।

দেখেছি বর্ষার আগমন
তোমার চোখের কোনে ।
দেখেছি বসন্তের উল্লাস
তোমার উপচানো যৌবনে ।

দেখেছি শিশিরের লুটিয়ে পরা
তোমার পায়ের তলে ।
দেখেছি তোমার কণ্ঠ শুনে
কোকিল ঈর্ষায় জ্বলে ।

দেখেছি তোমার মায়াবী চোখে
হরিণীর থমকে যাওয়া ।
দেখেছি শত যুবকের
অপেক্ষায় পথ চাওয়া ।

দেখেছি গ্রীষ্মের মাঠ
তোমার ফাটা ঠোঁটে ।
দেখেছি শীতের বিদায়
তোমার বুলির চোটে ।

দেখেছি ধুলোর ঘূর্ণি পথে
যখন তুমি হাঁটো ।
দেখেছি সৌন্দর্যের সব উপমাই
তোমার কাছে খাটো ।

শুধু দেখা হয়নি
তোমার হাসি মুখ ।
না জানি সেথায় লুকিয়ে আছে
কোন স্বর্গ সুখ !