আমি হব তোমার চশমা,
      কিংবা পকেট রুমাল ।
  যা ছাড়া তুমি হয়ে যাও,
             একটু বেশামাল ।
  আমি হব যাএী,
        তোমার সাইকেলে ।
  আমি হব সঙ্গী,
  তোমার নিঃসঙ্গ বিকেলে ।
  আমি হব তোমার
         প্রিয় গল্পের বই,
            আমি হব হৈ-চৈ ।
  আমি হব সময়ের সাথী,
           জীবনের পাশে রই ।
  আমি হব সুর,
           তোমার প্রিয় গানে ।
  আমি হব সেরা বন্ধু,
           জীবনের আহবানে ।
  আমি হব তোমার এলার্ম ঘরি,
                ভাঙ্গিয়ে দিতে ঘুম ।
  আমি হব শরতের মেঘ,
                  নামাবো বৃষ্টি ঝুম ।
  আমি হব গ্রীষ্মের দুপুরে,
              এক গ্লাস ঠান্ডা জল ।
  আমি হব হাজারো প্রজাতির মাঝে,
                        তোমার প্রিয় ফল ।
  আমি হব তোমার গোলাপ,
                         কিংবা রজনিগন্ধা ।
  আমি ছাড়া কাটবেনা তোমার,
                       একটি দুপুর, সন্ধ্যা ।
  আমার মাঝে হবে তুমি,
                     তোমার মাঝে আমি ।
  দুজন মিলে গড়বো মোরা,
                          ভালবাসার ভূমি ।
  আমি এখনো তোমায় খুঁজি,
                 হাজারো ছেলের ভীরে ।
  তোমায় নিয়ে স্বপ্ন দেখি,
                অন্য স্বপ্ন ছেড়ে ।
  এযে ছিল কল্পনা মোর,
                  হব তোমার বধু ।
  আমার এই কল্পনা যে
               কল্পনাই রবে শুধু ।
  অনেক বেশি খারাপ তুমি,
               বুঝনি মনের কথা ।
  ইচ্ছে করেই দিচ্ছ আমায়,
                 প্রতিনিয়ত ব্যাথা ।
  আজব এক ছেলে তুমি,
         হয়ে গেলে মোর ভাই ।
  এখনতো ভালবাসা,
                আরো বেশি চাই ।
  ভাই হয়েই থেকো তুমি,
              বোনকে ভালবেস ।
  যখন আমি বলব তোমায়,
              আমার বাসায় এস ।