আমায় বুঝতে চাও ?
তবে নিজেকে হারাও ।
হারাও নিজেকে সৃষ্টির মাঝে ।
পরিতৃপ্তি খুঁজো কপালের ভাঁজে ।
ভুলে যাও নিজের অণু, পরমাণু ।
ভুলে যাও তুমিও ছিলে শুক্রাণু ।
এবার তবে তাকাও আমার পানে ।
দেখো, আমার পদচিহ্ন সাইবেরিয়ার সবখানে ।
উপলব্ধি করো, আমার নি:শ্বাসে আগুনের ফুলকি ঝরে ।
দেখো, কত তাজা প্রাণ আমার ভয়ে মরে ।
এবার বলো, দেখা পেয়েছ কিনা সেই দুর্লভ প্রবালের ।
না পেলে তুমি আগাগোড়া নকল এক বিশিষ্ট আবালের ।
তুমি আমায় পড়তে চাও ?
তবে যা জানো সব ভুলে যাও ।
খুঁজে দেখো মহাশূন্যে;
কোনো শূন্য কি খুঁজে পাও ?
মহাশূন্যে যদি না থাকে শূন্য
তবে আমিও নই পরিপূর্ণ ।
পরিপূর্ণ যদি হতো তোমার বাপ,
তবে আনতো না পৃথিবীতে
তুমি নামক পাপ ।
শুনেছি, জ্ঞানের ভারে নাকি
তোমার মাথা গেছে নুয়ে ।
দেখো, রাস্তার পাশে
তোমার পাপের ফসলেরা আছে শুয়ে ।
তুমি আমায় ভালোবাসতে চাও ?
তবে নিজেকে ভুলে যাও ।
ঘৃণা ভরা বুকে
ছলচাতুরিতে চাল ঠুকে,
আমায় পেয়েছে কে কবে ?
না জ্বাললে আলো বুকে
কামনার হিংস্রতা রুখে,
তোমার সোনালী সকাল
স্বপ্নেই আটকে রবে ।