করোনা তোমার জন্য
পেয়েছি স্বাধীনতা, হয়েছি ধন্য ।
এখন কাক ডাকা ভোরে
নেই কোন তাড়া ।
কেউ বলেনা চোখ লাল করে
কেন এসেছিস ডায়েরি, আইডি-কার্ড ছাড়া ।
কেউ বলেনা ভিলেনের হাসি হেসে
কাল পরিক্ষা নিব,
বিশের কম পেলে
চামড়া তুলে দিব ।
এখন আর হয়না
কাগজের বল ছোড়াছুড়ি ।
মুছা হয়না চশমার কাঁচ
দেখতে ধুলোর উড়াউড়ি ।
হয়না তৃতীয় বিশ্বযুদ্ধ
লিফটের সিরিয়ালে ।
হয়না ক্লাস ফাঁকি দেওয়া
খুশি বা খেয়ালে ।
হয়না জম্পেশ গল্পের আসর,
টিফিন পিরিয়ডে শিঙ্গাড়ার বাসর ।
কেউ বলেনা আর দোতালায় যাও,
আমায় আজকেই ডিভোর্স দাও ।
কেউ বলেনা আর
ছেঁচড়ার দল সব ।
থেমে গেছে ঠিক ঠিক শব্দের
কোলাহল কলরব ।
এখন আর নেই
পরিক্ষা, ডিটেনশন নামক কোন প্যারা ।
আছি মহাসুখে
কালো হরফের ধুলোমলিন বইগুলো ছাড়া ।
করোনা তুমি মহান,
আমি একাই গাইব তোমার গুণগান ।