দুষ্টু মেয়ে দুষ্টু মেয়ে,
দুষ্টু তুমি ভারি ।
লেখাপড়ার সাথে কেন,
নিচ্ছ তুমি আড়ি ?
আঁকছো ছবি, কাকের ঠ্যাং,
মেয়ে তো নয়, একটা ব্যাঙ ।
না বুঝে লাফাও তুমি
পাইনি খুঁজে এমন ভূমি,
নেই তোমার পদচারনা ।
সবার সেরা দুষ্টু তুমি,
আমার ধারণা ।
অকারণে দিচ্ছ হাসি,
দেখলে আমায় দিচ্ছ কাশি ।
দুষ্টুমিতে নেইকো জুরি,
করছো সবার কলম চুরি ।
দিচ্ছ ফাকি বাড়ির কাজ,
বড়শি ছুড়ে ধরছো মাছ ।
কোন গাছেতে পাঁকা আম
কোন বাগানে মিষ্টি জাম,
কোন গাছেতে রসের হাড়ি
খেতে লাগে মিষ্টি ভারি,
কোন গাছেতে পাখির ছানা
সে সব আছে তোমার জানা ।
দিচ্ছে হাত সবাই কানে,
তোমার বিশ্রি গানের টানে ।
পায়নি রেহাই পিচ্ছি বাবু,
তোমার হাতে হয়েছে কাবু ।
এঁটেছি কত নতুন ফন্দি,
করতে তোমায় খাঁচায় বন্ধি ।
নিজের ফাঁদে ফেঁসেছি মোরা,
যায়নি তোমায় কাবু করা ।
খেয়েছে সবাই কলম-খোঁচা,
বললে তোমায় নাকটি বোঁচা ।
বিদ্যালয়টা মজার ক্ষেত্র,
সবার তুমি প্রিয় পাত্র ।
একদিন তুমি না এলে,
যাই মোরা হাসতে ভুলে ।
মনটা তোমার অনেক ভাল,
সবার মাঝে দিচ্ছে আলো ।
মিলে মিশে আছি মোরা,
যেন সুখি পরিবার ।
কোথাও কারো সমস্যা হলে,
সে সমস্যা সবার ।
এই শিখেছি তোমার থেকে,
শিখছি আরো ভাই ।
হাসি খুশি মেয়ে তুমি,
সবার প্রিয় তাই ।
দুষ্টু মেয়ে, দুষ্টুমিতো,
অনেক হল ভাই ।
সাঝ ফুরালো, রাত্রি হলো,
পড়তে বসো তাই ।