আমি সমালোচক, সমালোচনা করি
আমি সকলের ভুল ধরি ।
সমালোচক, সমালোচনা উভয়ই মহান
যদি হয় সংশোধনে ।
এই বিশ্বাস আমি রাখি অসাড় প্রাণে ।
আমি সমালোচনা করি চোটপাটে
যদি আমার ভাগে কম জুটে ।
আমার মুখে, কলমে আগুন ঝরে
আমি সমালোচনা করি বিপ্লবী স্বরে ।
সেই আমি পেলে ক্ষমতা
ভুলে যাই প্রীতি মমতা ।
ভোগের পণ্য বানাই নারী,
আত্মসাৎ করি সম্পদ যত পারি,
ক্ষমতার অপব্যবহার করি ।
আমি নারীবাদী, নারীর মুক্তি চাই
সুযোগ পেলে সেই আমিও
নারীকে ভোগের পণ্য বানাই ।
টকশোতে তুলি ঝড়,
পতিতা বিদায় কর ।
যখনি হয় রাত,
ধরি পতিতার হাত ।
ফুটলে দিনের আলো
আমি সুশীল, আমি মানুষ ভাল ।
আমি পীর, আপোষহীন নেতা
আমার কথায় প্রাণ দিতে রাজি,
এদেশের কোটি জনতা ।
আমিও বিক্রি হই,
পেলে সম্পদ ভুরি ভুরি ।
আমিও চালাতে পারি
জনতার গলায় স্বার্থের ছুরি ।
আমি মুরিদ সমেত জাহাজে চড়ে
পৌঁছে যাব জান্নাতে ।
তাই মানুষ আমায় স্মরণ করে
তাদের সকল মান্নতে ।
আমার তাবিজ আর পানি পড়া,
কি বিশাল তার গুন
বর্ণনা করে যাবেনা শেষ করা ।
সকল রোগ-শোক, বিপদ-আপদ
পালাবে ছেড়ে এই ধরা ।
আমি চেতনার ফেরিওয়ালা,
ঈমান নষ্ট করি ।
হাশরের মাঠে পরবে ধরা
আমার সকল চুরি ।
আমি আলেম, নই তোদের মত পাজী
নারী নেতৃত্ব হারাম তাই
খেলাফত প্রতিষ্ঠায় জীবন রেখেছি বাজি ।
সেই আমিও আজ নারীর টাকায়
পাচ্ছি আরাম, সেজেছি মহান হাজী ।
আমি শিক্ষক, জাতির কারিগর
মানব সভ্যতায় আমার অবদান
অনেক বেশি, অনেক বড় মোর পরিসর ।
আমি করি প্রশ্নপত্র ফাঁস,
করছি প্রতিনিয়ত জাতির সর্বনাশ ।
আমি সিরাজোদ্দৌলা, আমি পরিমল
আমি ধর্ষক, বুঝেনা কেউ আমার ছল ।
কতে ছলে, কত কৌশলে আমি
রাখি বালিকার বুকে হাত,
কেউ বুঝেনা সে কথা, করেনা বিবাদ ।
আমি গাই নীতির গান,
সবাই গায় আমার স্বরে ।
আমায় কে পায়,
কে আমার বিচার করে !
আমি পিতা, বোনের গর্বিত ভাই
আমিও বাসে, জনতার ভিড়ে
নারীর ঘনিষ্ট হতে চাই ।
আমি আন্দোলন করি
মা, বোন, কন্যার নিরাপত্তা চেয়ে ।
সেই আমিই টিপে দেই নারীর গা,
ভিড়ের সুযোগ পেয়ে ।
আমি ধর্ষক কিন্তু দোষী নই,
নারীর সল্প বসন দেখেই
আমি ধর্ষণে উদ্বুদ্ধ হই ।
আশ্রয় নিয়ে এমন খোঁড়া যুক্তির,
আন্দোলন করি নিঃশর্ত মুক্তির ।
আমি ছেলে, ভাই, পিতা বিশ্বময়
তবে কে ধর্ষক,
কি তার পরিচয় ?
আমি বধু, আমি নারী
আমি পরকীয়া করি ।
আমায় কারণে ভাই চালায়
ভাইয়ের পেটে ছুরি ।
আমি কন্যা, আমি মাতা
আমার প্রশংসায় ভরপুর ইতিহাসের পাতা ।
সেই আমি আজ ভোগের পণ্য,
আমার লোভ আর নির্বুদ্ধিতার জন্য ।
আমি বিরোধী দল,
সরকারের সমালোচনা করি ।
সেই আমিই ক্ষমতায় গেলে
দুর্নীতির বৈঠা ধরি ।
আমি সৈনিক দেশের তরে
উৎসর্গ করেছি দেহ-মন ।
আমি করছি কত বড় চুরি
তা কি বুঝবে নির্বোধ জনগণ !
আমি মুক্তিযোদ্ধা, একাত্তুরে ছিল বয়স ছয়
এনেছি স্বাধীনতা, করেছি যুদ্ধ জয় ।
আমার জীবনে এমন বহু গল্প পাতা,
আমি প্রতারক পাই মুক্তিযোদ্ধা ভাতা ।
করেছি হরণ শত মুক্তি সেনার প্রাণ,
সেই আমি এখন পাই সরকারী ত্রাণ ।
আমি জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা,
কেবল আমিই রুখতে পারি
এই দুর্নীতি আর রক্ত বন্যা ।