আমার এ রাজ্যে সময় নেই, মুচকি হাসি দেবার।
কেউ নেই এখানে, কিছু খন পাশাপাশি বসবে!
কিংবা চা এর কাপে ঠোঁট ভিজিয়ে,
বলবে! মন খুলে দু-একটা কথা।
এখানে সময় অনেক ব্যাস্ত!
জানো কি?
এই রাজ্যের রাজা আমি নই,
তবে আমিও রাজার হালেই থাকি।
কষ্ট! সে আবার কি?
এই নামটা কবেই মুছে গেছে আমার ইতিহাসের পাতা থেকে!
আমি কভু কষ্টের দাসত্ব করিনি।
বরং কষ্ট কে হারমানিয়েছি বহুবার।
তবে কেন জানি হাসতে ভুলে গেছি!
অজান্তে হাসিটাও যেন ভুলে গেছি।
আজ আদেশের পূজারী হয়ে।
হারিয়ে ফেলেছি নিজেকে,
আর দেখি! দেখি! শত রূপময় স্বপ্ন ।
তবু্ও বলি,
কবিতা কেন জানি আজ পথ হারা।
আর! আর!
বিলুপ্ত হচ্ছে ইচ্ছা শক্তি!