বলছি কি চল না আজ সুখ কুড়োতে যাই।
শুনেছি ওপারেতেই সুখের আনাগোনা,
আরে বাবা তাড়াতাড়ি কর যেতে হবে সবার আগে ভাই।
(নাহ ভাই আমি যাবোনা!)
তোদের বড় অট্টালিকা,রংবাহারী গাড়ি,
আমোদ,প্রমোদ, খাওন দাওন সুখের ছড়াছড়ি।
তুই কি আর কষ্ট করে ভেলায় চড়ে যাবি!
আমি মুক্ষসুক্ষ মানুষ ভাই
ধুর ছাই! আমি একাই যাই।
ভেলায় চড়ে, বুক যে কাপে দূরু!
ভাবি এইতো সুখের শুরু।
আবার ভাবি,যদি ওপারেতে যাই
কিন্তু সুখ খুজে না পাই!
আমি মুক্ষসুক্ষ মানুষ ভাই
ধুর ছাই! আমি একাই যাই।
দুঃখী জীবন, সুখ! সেতো এপারেও নাই,
আল্লাহর নাম নিয়ে ওপারেতেই যাই।