এই জামাটা থাকবে কি সেদিন?
যে দিন আমি চলে যাবো, দূরে কোথাও।
রাখবে কি এই রঙ্গীন জামাটা?
যে দিন আমার ঠিকানা হবে অচিন পুর।
অনেক দিন হয়ে গেলো, নিজের কথা ভুলে গিয়েছি।
নিজেকে নিয়ে লিখতে ভুলে গিয়েছি।
আজ আবারও লিখছি,হ্যাঁ!  কেন জানি খুব ইচ্ছে করছে লিখতে।
নিজেকে নিয়ে লিখতে।
ইচ্ছে করছে তোমাদের থেকে কিছু প্রশ্নের উত্তর জানতে,
তাই লিখছি,মনের কথা!
অনেক কিছুই তো দিয়েছি তোমাদের আমি,
যেমন ধরো, মায়া মমতা, আদর, ভালোবাসা।
আরও যে কত কি!
তোমরা আমায় যাবার কালে কি কিছুই দিবে না?
আমি যে বেড টা কিনে ছিলাম,সেটা দিও নয়তো।
নাকি!  নাকি তোমরা!
এই জামাটাও কি খুলে নিবে?
এই রঙ্গীন জামাটা!