তার প্রয়োজনের তাগিদে সেদিন,
তার তরে ছিলেম আমি প্রিয়জন।
বলেছিল, জন্ম আমার তোমার জন্য,
বুঝিনি তখন, নাট্যমঞ্চের করেছিলো সে আয়োজন।
প্রয়োজনের তাগিদে ব্যবহার করে মোরে,
তখন ভান ধরেছিলো সাধুর।
আলোকিত ছিলো দিনগুলো মোর,
সম্পর্ক ছিলো বেশ মধুর।
নিভে দিলি বাতি, গভির এই রাতি,
আজি তোর প্রয়োজনের শেষে?
পুড়ালি মোর স্মৃতি, না করিয়া ভিতি,
উড়িয়া দিলি বাতাসে মুচকি হেসে...!
কাতর এ বুকে বলিয়া উঠি,
ব্যাথা পেয়েছি হয়েছি তবু ধন্য।
শির উঁচু করিয়াছি,কারন
প্রিয়জন হয়েছি তোর প্রয়োজনের জন্য।