আমার চিত্তচাঞ্চল্য এর দরপতন হয়েছে আজ।
কলঙ্কিত বর্ণে নতুন রূপ ধরেছে সুখদুঃখবোধ।
উৎকণ্ঠার মূল্য কোথায়?
যেখানে বিলিয়ে দিয়েছি সব।
ধূসর বর্ণের আবরণ পড়ে যাচ্ছে
জীবনের প্রতিটি পদে পদে।
চিত্ত চাঞ্চল্য, উৎকণ্ঠা কিংবা আবেগপ্রবণ
যেটাই বলে থাকি, তা নিজের মাঝেই বিদ্যমান থাক।
নীরবতাই হয়তো কোন একদিন ধূসর বর্ণের আবরণ থেকে উদ্ধার করবে জীবনকে।