বুঝবে তুমিও বুঝবে তখন
তোমারো আঠারো হবে যখন।
যদি তুমিও হয়ে থাকো জ্ঞানী
তবে তুমি বুঝবে মোর এই বাণী ।

পার হয়েছে বয়স আঠারো যার  
আবেগ তাড়িত হবার সময় নয় তার।

আবেগের এই মিছে মেলায়
মেতে উঠেছো জীবন নাশের খেলায়।

মায়ার খেলায়  উঠনা মেতে
হায়েনার দল আছে ওত পেতে ।

বাস্তবতাকে বুঝে ওঠ হে নওজোয়ান
জীবন গড়তে আবেগ রেখে হও এগুয়ান।

হারিয়ে গেলে সম্মান তোমার
কোথায় মুখ গুজবে?
থুথু দেবার লাগি তোমায়
অনেক মানুষ খুজবে।

বুঝবে তুমিও বুঝবে!
সেদিন তুমি বুঝবে।