রুদ্রবীণায় নিজস্ব রৌদ্রের হিম্মৎ
নিবিড় জোয়ারের তল্লাট
সমুদ্রের তূর্যনিনাদ চতুষ্কোণে
অন্ধকারে রুদ্ধ জানালায় নির্বাসিত নিষিদ্ধ সূর্য
দেউড়ির শাশ্বত প্রলোভন সাংঘাতিক তারুণ্যের যুগান্তর
এখানে এই বাডেকে রক্তগোলাপের চিৎকার
বিবাগী কোরে এরোপ্লেনের
উত্তপ্ত চোখের কোটরে আলমারির স্তর-স্তর সজনেআয়ু ।
ক্রন্দসীর ঝলসানো অরণ্য উৎকণ্ঠিত হুলিয়ার অক্ষরে
নিঃসঙ্গ শান্তির হরিণ সংসার সাজিয়ে
চুরি করে লুকোয় দূর বনভূমির মগজে
পূর্ণিমাবোধের উচ্চারণ শোক নামিয়ে আনে মিছিলের রক্তে
তবু দুর্বার দুর্জয় উজ্জ্বল পায়ে আমাদের মিছিলের গ্রেনেড চলে ।