শঙ্কায় ডুবে যায় আঁধারের কারাগারে মেঘরং সমুদ্র
বিরান নৌকোর গলুইয়ে কৃষ্ণপক্ষের প্রেক্ষাগৃহ
রক্তক্ষরণের চিক্কুর নির্বাক শব্দের অশ্রু দিয়ে সজ্জিত নীরবতায়
জালবন্দি এ দেশ এখন গোরস্থানের গুহায় ৷
ধর্ষিতার রক্তে জ্বলছে মরম জ্বালা ছারখার জমিনে
অজ্ঞাতনামা হয়ে আছে মৃত্যুর ডানায় কান্নায় ভেজা জীবনের আয়োজন ৷
শোকালোড়ন হয়ে রক্তাক্ত জখমে ব্যান্ডেজ মস্তিষ্কের ভুবন
আন্দোলনের বিপ্লব রক্তঝলক হয়ে ফিরে ইতিহাসের পৃষ্ঠায় ৷
"সুষমা জেগে আছো ?" শকুনির চাঁদে আলোর ক্ষয়
আঁধারে অদ্ভুত মুখোশ বকের মতো সন্ন্যাসী
রাষ্ট্রের চোখে দ্যায় ঠোকর ৷
এখানে যুদ্ধের দামামা আগুনের চাবুকে
এখানে এখন নীরব নির্যাতন স্বৈরাচারীর কেয়ামতে ৷
কাণ্ডারী, মানুষের নিসর্গ তারুণ্যের রৌদ্রে
জীবনের আলো কিংবদন্তীর খাতায় অপরাহ্নের গল্পে ৷
মহাবিপ্লবে ধুমকেতু-জ্বালা জ্বালিয়ে ঝলসানো জননীর আঁচলে
বিস্ময়ের আলোড়নে রক্তমাখা শার্টের পতাকায় "মানুষ প্রিয়জন" ৷
জীবনের প্রেক্ষাপট বৈশাখী রঙে প্রখর তেজের নিটোল সমুদ্রে
উত্তাল সময় রকেটের আয়ুর দুর্বার সুনামীতে
ঘড়ি-ঘড়ি সাইরেনে রাখো জীবনের স্লোগান ৷