শহীদ মিনার স্মৃতির মিনার
❑
উন্মুখ রক্তধারার প্রভাতফেরি-
বর্ণমালার মিছিল রে
রক্তলেখায় সোনার অক্ষর দামাল ছেলের কথা বলে ।
মৃত্যুবেলার বিস্ফোরণে কালবেলার আকাশে
সহস্র সুন্দর তারাবাজি আয়ুরেখার উত্তরে
কেমন উদাস তাঁবুর গহিন আঁধার ছুঁয়ে আলোর মিনারে
বিপ্লবের আওয়াজে কোমল চোখের মায়া হরিণ
ঝাঁজালো দিনের কাফেলায় ঝলসানো জায়নামাজে
মুক্তিপত্র রক্তের অক্ষরে উদ্দাম প্রাণের হুংকারে
শহীদ মিনার শহীদ মিনার-
কোমল সূর্যে রুদ্র আলোর আলোড়িত ঝলকানি
চোরাবালির ঘূর্ণিপাকে বিপ্লবমুখী বৃক্ষপাতায়
পান্থশালার গগণবিহারি পালকে আকাশভেদী
তর্জনীর তুরপুনে টাঙিয়ে দিলো সংগ্রামীরা মুক্তিবাণী ।
আজকে ওদের পায়ে পথচলা ওদের চোখে স্বপ্ন দেখা
ওদের রক্তলেখায় খোদাই করা মাতৃভাষায় কথা বলা
ওদের গর্জনে গর্জে ওঠা স্বাধীনতার বহুব্রীহি আয়োজন ।
উৎসর্গ
❑
আমার চেতনায় প্রতিটি প্রহর উজ্জ্বল ঘ্রাণে
উঠে দাঁড়ানোর মিছিলে চিন্তাসূত্রের বোধে
ভাষার প্রোজ্জ্বল মরশুম ।
বহুদিন, সেই জন্ম হতে আমি বিস্ময়বোধে
ঘুরিফিরি ভাষাচর্চার সশস্ত্র বিপ্লবে ।
মিছিল মিছিল মিছিল আজ হতে আগামী
প্রজন্মে প্রজন্মে ছুটে চলবেই এই শব্দের মিছিল
প্রেরণার বাতিঘর মায়ের তরুণিমা ছায়াতল
ইতিহাস আর ঐতিহ্যের শেকড় আমায় জনারণ্যে
দাঁড় করিয়ে রাখে বাংলার কোমল মলাটের গহিন
শ্যামলিমা পাখিদের ঠোঁটে চেতনাপ্রবাহের সংগ্রামী উচ্চারণ
প্রত্যুষে নগ্নপায়ে হেটে যায় স্মৃতির মিনারে দামাল প্রভাতফেরি ।
আমার প্রতিটি প্রহর অর্পণ করে বাঙালি-চেতনার তর্পণ
আমি তোমাকেই দিলাম এই প্রেমিক জীবন ।