পূর্ণিমারাত্রির লুকোনো দীর্ঘশ্বাস রুখে দেয় আমার যত আয়োজন
তোমার নাভীর ঢালু বেয়ে কালকূটের পাহাড় হেটে যায় ষড়যন্ত্রের পায়ে
যান্ত্রিক আলো কাফনের সাতকাহনে ঘুমিয়ে দেয় স্বপ্ন-স্বপ্ন বাস্তবতা
শোক গলা ঘরে নির্জনতার প্রোজ্জ্বল ভাষাচিহ্ন ৷
ঝলমলে রোদের সিম্ফনিতে কালবৈশাখীর শঙ্খধ্বনি
রক্তের উত্সব আনন্দ বেদনার রঙে পৃথিবীর আর্টপেপারে
চিত্রালঙ্কারে সাজায় জয় বাংলার রূপসী মুখ
আমি ফিরে পাই ইতিহাসের কাঁধে ভাষার তারুণ্য
আর জননীর লাবণ্যবোধের দিন ৷
নিষিদ্ধ সালুর টুপি মস্তিস্কে ধানপাতার অস্ত্রে
মিছিলের গ্রেনেডে ধরিয়েছি বিপ্লবের আওয়াজ
বাংলাদেশ মানে দুরন্ত দুর্জয় আলোর সমুদ্র ৷