খাই বাঁচার জন্য
কিন্তু খেয়ে মরি,
খাদ্য পুষ্টিগুণ শূন্য
ভেজালে আছে ভরি।
নিত্য খেয়ে ভেজাল
নিত্য হজম করি,
জীবন দশা বেহাল
ধুঁকে ধুঁকে মরি।
নিত্য দেখাই ডাক্তার
রোগমুক্ত হয় জীবন,
হয় যদি প্রতিকার
ওষুধ করি সেবন।
ওষুধে মিশ্রিত ভেজাল
রোগ নাহি সারে,
দেহে নাহি ফেরে হাল
তনু হেলে পড়ে।