ভালবাসা মোটেই ভালো নয়
                           ভীষণ অপরাধ,
হৃদয়ে প্রলয় ঘটায়  
               জগত সংসারে পরমাদ।

প্রেয়সীর তরে যদি করো
                          প্রেম নিবেদন ,
ভালবেসে তারে যদি করো
                           হৃদয় সমর্পণ;

তবে হবে অপরাধী
              ভোগ করতে হবে সাজা,
ভালবাসার অপরাধে
           দিতে হবে বুকের রক্ত তাজা।

ভালবেসে হবে অপরাধী
                       জগতের চোখে,
জ্যান্ত তোমায় তুলবে চিতায়
                   আগুন জ্বালবে মুখে।