তুমি তো গিয়েছো চলে
স্বর্গের সিঁড়ি বেয়ে,
অসীমের পানে
দূর বহুদূরে।
ভরা সন্ধ্যায়
আজকের এমনই
এই দিনে চলে গেছো
অসীমের পথে।
এখন আর কেউ
আমাকে ডাকে না...
তোমার মতো করে।
তুমি তো চলে গেছো
স্বর্গের সিঁড়ি বেয়ে
দূর বহুদূরে।
এখন বুজি কতটা
ভালবাসতে আমাকে।
বটের ছায়ার মতো
ছায়া দিয়ে রেখেছিলে
আমাদেরই।
তুমি তো চলে গেছো
তাপ টা এখন বড্ড লাগে।
জানিনা কেমন আছো
ওই স্বর্গলোকে।
হয়তো ভালো,
হয়তো অনেক সুখে।
তবুও ঈশ্বরের কাছে
প্রার্থনা আমার,
তোমার নামে
দাদু তুমি ভালো থেকো
ওই স্বর্গ ধামে।
লেখাঃ ৩১ ডিসেম্বর ২০২৪।
উৎসর্গঃ স্বর্গীয় রায়চাঁন মন্ডল
মৃত্যুদিবসঃ ৩১ ডিসেম্বর ২০১৮