সবার সেরা
-অনন্ত মন্ডল
তুমি রূপসী -ষড়রূপে গড়া
তুমি রূপে রসে চির যৌবনা এ ধরা
গ্রীষ্ম, বর্ষা, শরৎ,হেমন্ত,শীত ও বসন্ত
করেছে তোমায় চির সবুজ, যৌবনা অনন্ত।
একের পর এক করে পালা বদল
নিজ নিজ রূপে গুণে করে আসন দখল।
রাঙ্গিয়ে ওঠ তুমি, হও সবুজ শ্যামল,
রবির আলোতে কর ঝলমল।
চারদিকে ঘন সবুজ বন
দেখে আনন্দে ভরে ওঠে মন।
কোথাও ফুল -ফল,শস্য প্রান্তরে ঘেরা,
তুমি রূপসী -তুমি সবার সেরা।