স্বাধীনতার সুখ
জনতা করতে পারেনা ভোগ
জনতার মুখে পরাধীনতার  ছাপ
আমাদের আজও স্বাধীনতার অভাব।
স্বাধীন ভূখন্ডে স্বাধীন পতাকার তলে
লাঞ্ছিত জনতা বিষধরের ছোবলে।
হাজারো নারী নির্যাতনের শিকার
সভ্রমহীন পরিবারে  হাহাকার।
স্বাধীনতার সুখ
পায়নি লক্ষ শিক্ষিত বেকার যুবক,
পেয়েছে শুধু এক দল ঘুষখোর
দুর্নীতিবাজ ঠগ -প্রতারক।
স্বাধীনতার সুখ
জনতার জন্যে নয়
স্বাধীনতা কেবলি শুধু
বিশেষ ব্যক্তিদের জন্যে হয়।