"স্বাধীনতা তুমি"
-অনন্ত মন্ডল

স্বাধীনতা তুমি

২৬শে মার্চের অমর স্মৃতি

স্বাধীনতা তুমি

লাখো শহিদের স্মৃতি

স্বাধীনতা তুমি

কালো রাতের মর্মান্তিক ছবি।

স্বাধীনতা তুমি

সাভারের স্মৃতিসৌধের স্মৃতি

স্বাধীনতা তুমি

মহান পুরুষের অমৃত বাণী

স্বাধীনতা তুমি

শান্তির জননী।

স্বাধীনতা তুমি

সোনালী সূর্যের আলো

স্বাধীনতা তুমি

দূর করেছ রাতের কালো।

স্বাধীনতা তুমি

ভাই হারা বোনের চিৎকার

স্বাধীনতা তুমি

পিতা হারা সন্তানের হাহাকার।

স্বাধীনতা তুমি

কৃষ্ণ চূড়া ফুলের রক্তিম শোভা

স্বাধীনতা তুমি

খুকু খুকির অঙ্কুরিত প্রতিভা।

স্বাধীনতা তুমি

খোকার মুক্ত খেলার মাঠ

স্বাধীনতা তুমি

পথিকের বাঁধাহীন পথ ঘাট।

স্বাধীনতা তুমি

মায়ের শুকনো আঁচলের ছায়া

স্বাধীনতা তুমি

বোনের প্রতি ভাইয়ের মায়া

স্বাধীনতা তুমি

ছাত্রর সফলতা-শিক্ষকের মুখের হাসি

স্বাধীনতা তুমি

গোলাপের সুরভিত রাশি।

স্বাধীনতা তুমি

ঐতিহাসিক ভাষণের পটভূমি

স্বাধীনতা তুমি

স্বর্ণময় বঙ্গভূমি।

হে স্বাধীনতা

আমি তোমায় ভালবাসি।

#লেখা:২৫/০৩/২০১৩ইং
(মহান স্বাধীনতা দিবসে সকল শহীদদের স্মরণে)