স্বাধীনতা
কলমে -অনন্ত মন্ডল
স্বাধীন দেশে জন্ম আমার স্বাধীন দেশে ভাই,
এদেশ ছিল পরাধীন মুক্ত হতে লড়াই,
চোখে আগুন বুকে সাহস মন ভরা তেজে
স্বাধীন করতে হবে দেশ - যুদ্ধ উঠলো বেজে।
নেই তাদের গোলা বারুদ মর্টার গ্রেনেড মেশিন গান
আছে দেশের জন্য ভালবাসা মাটির প্রতি টান।
চলল তারা -করল দখল শত্রুর ঘাঁটি
ছিনিয়ে আনল স্বাধীনতা মুক্ত হল দেশের মাটি।
লড়াই করে রক্ত দিল আরও দিল প্রাণ,
জীবনের বিনিময়ে করে গেল স্বাধীনতা দান।
সেই প্রতীক্ষিত স্বাধীনতা আজ সবার ঘরে ঘরে,
সুখে দুঃখে আনন্দ বেদনায় তাকেই স্মরণ করে।
স্বাধীন দেশে জন্মে আমি গর্ব বোধ করি
এই দেশেতে জন্ম মাগো-এই দেশেতেই মরি।