"স্বাধীন বাংলাদেশ"

উনিশশো একাত্তর সালে
পাকিস্তানিরা দেয় হানা এদেশে,
পুড়ে ছারখার মাঠের শস্য
বাঙালির লাশ রেখে করে রাস্তা রুদ্ধ।

পাকিস্তানিরা চালিয়ে যায় গুলি
মরে হাজার হাজার বাঙালি।
শত্রুদের দেশ থেকে তাড়াতে,
দেশবাসী মুক্তিবাহীনি গড়ে তোলে।
মুক্তি সেনার জীবন দানে,
পাকিস্তানিরা চলে যায় বাধ্য হয়ে।
আত্মসমর্পণ করে তারা বাংলার কাছে,
বাংলার বিজয় নিশান উড়ে আকাশে।
দেশবাসী পায় একটি দেশ
যার নাম স্বাধীন-বাংলাদেশ।

# লেখা : মার্চ ২০১১ সাল।
তখন আমি ৮ম শ্রেণির ছাত্র।
আমার লেখা প্রথম  কবিতা।।