সত্য যুগ আসছে, যুগের পালা বদলে
যুগধর্ম হয় চার প্রকার শাস্ত্রে বলে;
সত্য, ত্রেতা, দ্বাপর কলি নামে যুগের পরিচয়,
কলির শেষে হবে সত্য যুগের শুরু নেই তাতে সংশয়।
পঞ্জিকার পাতায় দিন, মাস যেমন বদল হয়,
কলির প্রলয় শেষে হবে সত্য যুগের উদয়।
পর্যাবৃত্ত জগত সংসার পর্যায়ক্রমে আবর্তিত হয়,
পঞ্চভূতে সৃষ্ট দেহ পঞ্চভূতেই লীন হয়।
রবিবার থেকে সপ্তাহ শুরু শনিতে গিয়ে শেষ,
সপ্তাহান্তে আবার নতুন করে ঘটে রবিবারের উন্মেষ।
বৈশাখ থেকে বর্ষ শুরু চৈত্রে গিয়ে হয় শেষ,
বছরান্তে আবার নতুন করে ঘটে বৈশাখেরই উন্মেষ।
ঋতু চক্রে শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ পক্ষাকারে আসে,
অমাবস্যায় আঁধারে ডুবে, পূর্ণিমায় আলোয় ভাসে।
কলির প্রলয়ে অধর্মের হবে বিনাশ ধর্মের হবে জয়,
পর্যাবৃত্ত জগত মাঝে আবার হবে সত্য যুগের উদয়।
সত্য ত্রেতা দ্বাপর শেষে চলছে কলি কাল,
কলির শেষে আসবে সত্য যুগ বলছে মহাকাল।

লেখাঃ ৩০/০৩/৩০২৫
ঢাকা।