জয় জয় হে দেবী মা সরস্বতী
তোমার চরণে করি মিনতি,
আজি বসন্ত পঞ্চমীর শুভক্ষণে
প্রার্থনা মোর তোমার শ্রীচরণে।
জয় জয় হে দেবী মা সরস্বতী
শ্বেতশুভ্র বসন সজ্জিতা বেদবতী,
বীণা হস্তে পদ্মাসনে আসীন হংসবাদিনী
দেবী চতুর্ভূজা চন্দ্রচূড়া জ্ঞানদায়িনী।
জয় জয় হে দেবী মা সরস্বতী
তব চরণে প্রণমী দেবী ভারতী,
বিল্বপত্র ধান দূর্বা ফুল চন্দন নানা ফলে
সংযত মনে করি নিবেদন তব পদতলে।
জয় জয় হে দেবী মা সরস্বতী
অঞ্জলি লও মোর দেবী কৃপা বতী,
তোমার চরণ পূজিতে রেখেছি উপবাস
করুণা করে পূর্ণ করো মনের অভিলাষ।
জয় জয় হে দেবী মা সরস্বতী
বিদ্যা দাও মোরে দেবী বিদ্যাবতী,
জ্ঞানের আলোক দাও হৃদয় মাঝে
ভক্তিতে তব পূর্ণ হোক প্রাণ সকাল সাঁঝে।
জয় জয় হে দেবী মা সরস্বতী
সুকণ্ঠ দাও মোরে দেবী সুরবতী,
দাও তোমার সুরের সুধা বীণার ঝংকারে
সুমধুর ধারায় ভাসাও তব সংসারে।