প্রেম
       -অনন্ত মন্ডল

কেউ ভালোবাসেনি হৃদয় থেকে
কাছে আসেনি তো কেউ,
প্রেমহীন শূন্য হৃদয় মাঝে
অনবরত তীর ভেঙে যায় ঢেউ।

অনুভূতি জাগে,ভাঙনের ক্রন্দন
তোলপাড় তোলে ঢেউ,
অভিমানে ভাঙে তীর
দেখেনি তো কেউ।

ঢেউ এসে ফিরে যায়
প্রেম আসে, প্রেম চলে যায়,
স্বার্থহীন প্রেমিক-প্রেমিকা
   শুধু নিজেকে হারায়।।

#লেখাঃ ১/৬/২৩