তুমি আর আমি রবো পাশাপাশি
গল্প গানে আড্ডায় হাসাহাসি,
শত বেদনায় কিংবা আনন্দে
দুটি হাত ধরে দুজনার রয়ে যাব সানন্দে।

তুমি আর আমি রবো পাশাপাশি
জীবনের যতসব রং তুলিতে মাখামাখি,
জীবন তীরে হাত ধরে দুজনার
স্বপ্নকে বাস্তবে রূপ দেব হৃদয়ের কল্পনার।

তুমি আর আমি রবো পাশাপাশি
হেমন্তের সরষে ফুলের বাংলায় দিবানিশি,
   জন্ম হতে জন্মান্তরে
কৃষাণ কৃষাণী হব বাংলার ঘরে।

তুমি আর আমি রবো পাশাপাশি
এক বৃন্তে ফোঁটা কোনো ফুল  হাসিখুশি,
সারাদিন দেব দোল হাওয়ায়
একসাথে ঝরে যাবো সন্ধ্যায়।