"মনের পিপাসা"


একটি মনের একটু ক্ষুধা
যার অভাবে পায় ব্যথা।

ভীষণ তৃষ্ণায় হৃদয় কাতর
পূরণ না হলে হয় পাথর।

পিপাসা নিয়ে-মনে থাকে না শান্তি
কখন হবে পুরণ, কর্মে ভুল ভ্রান্তি।

সবার মনে একই পিপাসা
তেমন কিছুই নয়, চায় শুধু ভালবাসা।