আমি ছাড়া তোমাকে
আর কেউ মনে রাখবেনা,
কেউ না!
তুমি, আমার ছাড়া
আর কারো মনে
থাকবেনা।
ওই যে,
যে মানুষটির
সাথে আছো,
যার সাথে সংসার করছো,
যাকে রুটিন মেনে
যত্ন করছো,
ভালোবাসছো!
সেই মানুষটির
মনেও তুমি থাকবেনা।
যে মানুষটির
চোখের সামনে
ঘুরঘুর করো,
সেই মানুষটিও
তোমাকে মনে রাখবে না।
কেনো রাখবে না,
জানো?
তুমি তো তার
চোখের সামনেই আছো।
তোমাকে মনে রাখার জন্য
সে তোমাকে মনে রাখবে না।
মনে রেখে
তোমাকে মনে করবে না।
কিন্তু আমি?
তোমাকে মনে রেখেই
মনে করছি।
তুমি তো আমার
চোখের সামনে নেই,
মনে আছো।