মানুষের জীবন
একটি ফুলের মতো
যে ফুল সকালে ফোটে
সারাদিন হাওয়ায় দোলে
প্রকৃতিতে সুবাস দেয়
অথচ সন্ধ্যায় ঝরে যায়।
মানুষের জীবন
সৈকতের ঢেউয়ের মতো
কেননা
যে ঢেউ একবার যায়
তা আর ফিরে আসে না।
মানুষের জীবন
প্রদীপের শিখার মতো
কেননা
যে প্রদীপ একবার নিভে যায়
সে আর জ্বলে না।
মানুষের জীবনও তেমনি
যে চলে যায়
সে আর কখনো
ফিরে আসে না।