ভালবাসা আর প্রেম জলে
স্নাত হোক ধরার সকলে
অস্ত্র নয়,যুদ্ধ নয়,দ্বন্দ্ব নয়,
নয় হানাহানি।
চারদিকে সবার কন্ঠে ধ্বনিত হোক
শান্তির অমৃত বাণী।
ভেদ নয়, ভেদাভেদ নয়
জাতি নয়, ধর্ম নয়
মনুষ্যত্ব হোক পরিচয়।
ঈর্ষা নয়,হিংসা নয়
নয় পরশ্রীকাতরতা।
চারদিকে ধ্বনিত হোক
জয় হোক মানবতা।।