"মা"
       -অনন্ত মন্ডল

জীবনের শুরুতে
            ছিলাম আমি শিশু
পারতাম না
            করতে কোনো কিছু।
তখন ছিলাম
          বড় অসহায়,
সব কিছু
            করে দিত মায়।
আমার জন্য করত
                      কত কষ্ট ভোগ,
তবু চাইত
            সর্বদা আমার সুখ।
বড় হয়ে আমি যেন
                  রাখতে পারি মায়ের মুখ।
কখনো যেন
             না দেই তাকে শোক।
মায়ের ভালবাসার
                       নেই কোনো শেষ,
মায়ের কোলে জন্ম নিয়ে
           পেয়েছি সোনার দেশ।
কত কোমল,কত মধুর
         মায়ের পরশ খানি।
সকল দুঃখ দূর হয়
                    দেখলে মায়ের বদনখানি।