মানুষের নিত্য দিনের হাসি কান্না
আনন্দ বেদনা মিশ্রিত অনুভূতি-
হৃদয়ের প্রতিটি স্পন্দনের নাম কবিতা।

মায়ের আঁচলের ছায়াতলে স্নেহ সিক্ত
পরশ বিন্দুর নাম কবিতা।
বাবার ঘর্মাক্ত শরীর এর ঘামে ভেজা
আদর মাখা ভালবাসার নাম কবিতা।

শ্বাশত কল্যাণকর মুক্তির সন্ধান দানকারী
ভালবাসাময় স্ফুলিঙ্গের
নাম কবিতা।
অন্যায় এর বিরুদ্ধে প্রতিবাদী
বজ্রকণ্ঠসর ধ্বনির
নাম কবিতা।

প্রেয়সীর হাসিমাখা মুখ দর্শনে
যে সুখ অনুভূত হয়
তার নাম কবিতা।
অপেক্ষমাণ প্রেমিকা তার
অপেক্ষার প্রতিটি মুহূর্তে
যে সুখ অনুভব করে  
তার নাম কবিতা।
শত সহস্র বাধা উপেক্ষা করে
প্রিয় মানুষের হাত ধরে
অজানার পথে ছুটে
যাওয়ার নাম কবিতা।