সেই কিশোর বয়স কবেই হয়ে গেছে পার,
কত দিন মাস বছর - চলে গেছে, দেখা হয় না তোমার আমার।
আনমনে প্রেম লুকানো মনে যত না বলা কথা,
একে অপরকে বলা হয়নি তবু হৃদয়ে পুরানো ব্যথা।
ঘুচাতে ব্যথার বেদন- তুমি হীনা কে করবে যতন?
আর কে আছে আমার প্রিয়জন -তোমার মতন।
কিশোর বয়স চঞ্চল মন এলোপাথাড়ি দুরন্তপনা,
জীবনের বসন্ত সময় প্রেমে পদার্পণ হৃদয়ে সুখের আলপনা।
আলপনা আজ মুছে গেছে সময় স্রোতে ভেসে,
স্মৃতির পাতায় হাতড়ে মরি জীবন তীরে এসে।
মনে মনে খুঁজি তোমাকে, খুঁজি সেই রূপ;
যেই রূপে মুগ্ধ হয়ে প্রেম সাগরে দিয়েছি ডুব।
খুঁজেছি তোমায় নয়নে মনে দূরের অজানায়,
শঙ্কিত মনে তোমাকে লেখা খোলা চিঠি দিলাম নীল খামে বেদনায়।
রচনাকালঃ ২৪/০১/২০২৪