স্বাধীনতাকামী ফিলিস্তান
আজ যুদ্ধের ময়দান।
ঘাতক ইসরায়েল এর
ক্রমাগত আক্রমণে -
এক বিভীষিকাময় মৃত্যুপুরীর
বিধ্বস্ত নগরীতে হয়েছে পরিণত।
যুদ্ধ থামেনি -
জ্বলছে আগুন
পুড়ছে প্যালেস্টাইন
কাঁদছে অসহায় শিশু
নারী ও জনতা।
বিশ্ববাসী নির্বিকার নিরব দর্শক
কারো কোনো হুঁশ নেই
প্রশ্নবিদ্ধ মানবতা।
প্যালেস্টাইনের সাধারণ নাগরিক
নিজ ভূমিতে অবরুদ্ধ,
গাজাবাসী বঞ্চিত
সকল মৌলিক অধিকার থেকে।
ঘাতক ইসরায়েল হতে
রক্ষা পায়নি বেসামরিক মানুষ,
স্কুল মসজিদ এমনকি হাসপাতালও।
বন্ধ করে দেওয়া হয়েছে
সকল যোগাযোগ ও জ্বালানী,
বাদ পড়েনি পানীয় জল।
যুদ্ধ এখনো চলছে
বিশ্বনেতারা সবাই চুপ,
তারা রয়েছে যুদ্ধের
ফায়দা হাসিলের মহাব্যস্ততায়।
বিশ্বের শান্তি প্রিয়
প্রতিটি সাধারণ মানুষের
প্রাণের দাবি -
যুদ্ধ থামুক,
প্যালেস্টাইন স্বাধীন হোক।
ইসরায়েল এর সাধারণ মানুষের জীবনে
স্বস্তি ফিরে আসুক।
যুদ্ধ থামুক -
কেননা
আজকের যুদ্ধ আগামীর পৃথিবীতে
ডেকে আনতে পারে এক ভয়ঙ্কর বিপর্যয়।