জাগো বাংলাদেশ, জেগে উঠো আবার,
ঐ ডাক শোনা যায় লক্ষ কোটি জনতার,
বাংলা মাতা আজ বৈষম্যের শিকার
হোক প্রতিবাদ যেখানে, অন্যায় অবিচার।
দেশে ফিরে এসেছে শকুনের দল আবার,
শকুনের করাল গ্রাসে লঙ্ঘিত মানবাধিকার।

জাগো বাংলাদেশ, জেগে উঠো আবার,
ঐ ডাক শোনা যায় লক্ষ কোটি জনতার,
      ওরে সময় এসেছে এবার
     সকল বাঙালি একাত্ম হবার ;
রক্ষা করতে স্বাধীনতা, তুলে ধরো মুক্তির হাতিয়ার,
মুক্ত করো দেশ, দূর করো রাজাকার।  

জাগো বাংলাদেশ, জেগে উঠো আবার,
ঐ ডাক শোনা যায় লক্ষ কোটি জনতার,
ঘাতকের শাস্তি হোক, জাতি চায় ন্যায় বিচার।
মুক্ত  হোক গণতন্ত্র, নিপাত যাক স্বৈরাচার।
জাগো বাংলাদেশ, জেগে উঠো আবার,
ঐ ডাক শোনা যায় লক্ষ কোটি জনতার।।