পৃথিবীতে নেই
এমন কোনো হৃদয়,
যে হৃদয় করেনি
ভালবাসা পাবার আশ।
পৃথিবীর বুকে
হৃদয় এক টুকরো
উর্বর ভূমি,
হয়নি ভালবাসার চাষ।
পৃথিবীর বুকে
হৃদয় ভূমিতে
যদি হতো
ভালবাসার বীজ বপন!
পৃথিবীর বুকে
সৃষ্টি হতো তখন,
হৃদয় হতে হৃদয়ে
ভালবাসার অপার মেলবন্ধন।